স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২১ ০৩:০৬

প্রথম হার দেখলেন জাভি

বার্সেলোনার হয়ে কোচিং ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের দেখা পেলেন জাভি এরনান্দেস। লা লিগায় ছন্নছাড়া বার্সেলোনা হারল এবার রিয়াল বেতিসের বিপক্ষে। এই হারে পয়েন্ট তালিকায় সাতেই থাকল কাতালানরা।

শনিবার কাম্প নউয়ে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে বেতিস। শেষ দিকে ব্যবধান গড়ে দেন হুয়ানমি।

কোচ জাভি এরনান্দেস দায়িত্ব নেওয়ার পর লিগে টানা দুই জয়ে ভালো কিছুর আভাস দিয়েছিল মৌসুমের শুরু থেকে ভুগতে থাকা বার্সেলোনা। কিন্তু ঘরের মাঠে এবার হেরে গেল তারা বেতিসের বিপক্ষে।

গোলশূন্য প্রথমার্ধের পর বেতিস ৭৯তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে এগিয়ে যায়। সতীর্থের পাস পেয়ে ক্রিস্তিয়ান তেইয়ো বল বাড়ান ডি-বক্সে ফাঁকায় থাকা হুয়ানমিকে। ডান পায়ের শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এই জয়ে আপাত লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠেছে বেতিস। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার লিগে এটি চতুর্থ হার। ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে তারা।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। ওই ম্যাচে হারলেই ইউরোপ সেরার মঞ্চ থেকে ছিটকে যেতে পারে তারা।

আপনার মন্তব্য

আলোচিত