স্পোর্টস ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২১ ১৬:৩০

বাকিরা নেগেটিভ, এটা বিরাট সুখবর: পাপন

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। জিম্বাবুয়েফেরত ২ জন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তবে, দলের বাকি সবাই করোনা নেগেটিভ এবং এটা বিরাট সুখবর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশে ক্রিকেট বোর্ডের অফিসে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'যেহেতু ওরা ওখান থেকে এসেছে, ওমিক্রন হওয়ার সম্ভবনাই বেশি। আমি অবাক হইনি। যদি হয়ে থাকে, আমি জানি না। বেস্ট পার্টটা হচ্ছে, পুরো টিম একসঙ্গেই ছিল। অন্যরা সবাই নেগেটিভই আছে এবং যাদের হয়েছে তাদের কোনো উপসর্গ নেই। আমি পারসোনালি কথা বলেছি। জ্বর, গায়ে ব্যথা কিছুই নেই। ওরা বুঝতেই পারেনি যে ওদের কোভিড হয়েছে। আমি বলবো, এটা একটা বিরাট সুখবর।'

তিনি আরও বলেন, 'আইসোলেশন শতভাগ মানা হচ্ছে। এটা কোভিড হলেও যা, না হলেও তা। আমাদের যে নিয়ম সেটা তো মানতেই হবে। প্রথম থেকেই ওরা যেহেতু আইসোলেটেড ছিল, একটা ডেডিকেটেড ফ্লোরে সে জন্য অন্য কেউ সংক্রমিত হয়নি। ওরা কিন্তু এক রুম থেকে আরেক রুমে যেতে পারে না। যা প্রটোকল দেওয়া আছে সেটাই ফলো করে।'

আপনার মন্তব্য

আলোচিত