স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২১ ১৪:২২

চ্যাম্পিন্স লিগে কে কার মুখোমুখি হবে?

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি হবে, সেটা জানা যাবে আজ। বার্সেলোনা এরই মধ্যে গ্রুপ পর্বে বাদ পড়েছে।

সেখানে কে কার মুখোমুখি হবে, এনিয়ে আলোচনার শেষ নেই। মেসি-নেইমাররা পড়তে পারেন রোনালদোদের সামনে, আবার এমবাপ্পে পড়তে পারেন তার সম্ভাব্য ভবিষ্যৎ ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে, সেটিও জানা যাবে আজ শেষ ষোলোর ড্র-তে।

ফুটবলভক্তরা যখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে এ ভাবনায় তখন অবনমনে পড়া বার্সেলোনার ভক্তরাও জানতে পারবেন ইউরোপা লিগে তাদের প্রতিপক্ষও কে।

বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইজারল্যান্ডের নিয়ন শহরে অনুষ্ঠিত হবে এই ড্র। উয়েফা নিজেদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করবে অনুষ্ঠানটি।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠেছে আয়াক্স আমস্টারডাম, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, লিভারপুল, লিল, ম্যানচস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ।

গ্রুপ রানার্সআপ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠেছে আতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, চেলসি, ইন্টার মিলান, পিএসজি, রেড বুল সালজবুর্গ, স্পোর্তিং লিসবন ও ভিয়ারিয়াল।

নিয়ম অনুযায়ী এক গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন অন্য গ্রুপের যে কোনো এক রানার আপের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে লড়বে। তবে একই দেশের দুই ক্লাব মুখোমুখি হবে না।

গ্রুপ পর্বে একই গ্রুপে খেলেছে, এমন চ্যাম্পিয়ন ও রানার্সআপও একে অন্যের মুখোমুখি হবে না। এবার অ্যাওয়ে গোলের নিয়ম থাকছে না। দুই লেগ মিলিয়ে দুই দলের গোলসংখ্যা সমান হলে কে পরের মাঠে বেশি গোল দিলো সে হিসেব না করে সরাসরি অতিরিক্ত সময়ের খেলা শুরু হবে। সেখানেও সমাধান না হলে পেনাল্টি শুট আউট হবে।

এবারের নিয়মানুযায়ী কার সম্ভাব্য প্রতিপক্ষ কে হতে পারে

আয়াক্স আমস্টারডামের প্রতিপক্ষ হতে পারে স্পোর্তিং লিসবন বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব।

বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হতে পারে বেনফিকা বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব।

জুভেন্টাসের প্রতিপক্ষ হতে পারে ইন্টার মিলান ও চেলসি বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব।

লিভারপুলের প্রতিপক্ষ হতে পারে আতলেতিকো মাদ্রিদ ও চেলসি বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব।

লিলের প্রতিপক্ষ হতে পারে পিএসজি ও রেড বুল সালজবুর্গ বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব।

ম্যানচস্টার সিটির প্রতিপক্ষ হতে পারে চেলসি ও পিএসজি বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব।

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ হতে পারে চেলসি ও ভিয়ারিয়াল বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব।

রিয়াল মাদ্রিদের আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল ও ইন্টার মিলান বাদে গ্রুপ রানার্সআপ যেকোনো ক্লাব।

আতলেতিকো মাদ্রিদের লিভারপুল ও রিয়াল মাদ্রিদ বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব।

বেনফিকার প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিখ বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব

চেলসির প্রতিপক্ষ হতে পারে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব

ইন্টার মিলানের জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব।

পিএসজির লিল ও ম্যানচেস্টার সিটি বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব।

রেড বুল সালজবুর্গের প্রতিপক্ষ হতে পারে লিল বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব।

স্পোর্তিং লিসবনের প্রতিপক্ষ হতে পারে আয়াক্স আমস্টারডাম বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব।

ভিয়ারিয়ালের প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড বাদে গ্রুপ চ্যাম্পিয়ন যেকোনো ক্লাব।

আপনার মন্তব্য

আলোচিত