স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২১ ২২:৩৭

টানা চার ম্যাচ হেরে বিদায় বাংলাদেশের

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টানা চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজরা।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ৬-২ ব্যবধানে।

ভারতের কাছে ৯-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে পরাজয়, তৃতীয় ম্যাচে জাপানের কাছে ৫-০ ব্যবধানে হার। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের গণ্ডি এড়াতে পারনি বাংলাদেশ।

রোববার প্রথম কোয়ার্টারে শেষ করেছিল ১-১ গোলে। দ্বিতীয় কোয়ার্টারে পাল্টে যায় চিত্র। ব্যবধান ৪-১ করে ফেলে পাকিস্তান। তৃতীয়ার্ধে ব্যবধান দাঁড়ায় ৬-২। চতুর্থ কোয়ার্টারে রক্ষণ অক্ষত রাখে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে দুটি গোল করেন আরশাদ হোসেন।

বাংলাদেশের বিপক্ষে জয়ে সেমিফাইনালে ভারতকে এড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান ও জাপান-দুই দলের সংগ্রহ সমান, ৫ পয়েন্ট করে। গোল গড়ে পাকিস্তান গ্রুপে তৃতীয়, জাপান রয়েছে চতুর্থ স্থানে। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ভারত। আর ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া।

সেমিফাইনালের দুটি ম্যাচ ২১ ডিসেম্বর। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। পরেরটায় ভারত লড়বে জাপানের বিপক্ষে।

আপনার মন্তব্য

আলোচিত