সিলেটটুডে ডেস্ক

১১ জানুয়ারি, ২০২২ ১৩:৪২

একাই লড়লেন লিটন

সিরিজের প্রথম টেস্টে গিয়েছিলেন সেঞ্চুরির বেশ কাছেই। সিরিজের দ্বিতীয় টেস্টে সেটি আর অধরা রইল না লিটন কুমার দাসের। তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। উইকেটের অপর প্রান্তে সতীর্থরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও ঠিকই হেসেছে লিটনের ব্যাট।

ব্যাটিং বিপর্যয়ে যখন উইকেটের অপরপ্রান্তে যখন আসা যাওয়ার মিছিল, তখন উইকেট কামড়ে ধরে বসেছিলেন লিটন। নুরুল হাসান সোহানের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার পাশাপাশি টেনে নিয়ে যেতে থাকেন দলকে।

সোহান বিদায় নিলেও উইকেটের এক প্রান্ত ধরে রাখেন লিটন। ১০৬ বলে ১৪ চার ও এক ছয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

ইনিংসের ৭৪ তম ওভারের কাইল জেমিসনের করা বলটি গালিতে ঠেলে দিয়ে দুবার প্রান্ত বদল করেন লিটন। তাতেই দুর্দান্ত এক সেঞ্চুরির মালিক বনে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। চলতি সিরিজে এটি কোনো বাংলাদেশির প্রথম সেঞ্চুরি।

তবে সেঞ্চুরি করে ইনিংস বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি লিটন। ১০২ রানেই তাকে থামিয়ে দেন সেই জেমিসনই এলবিডব্লিউর ফাঁদে ফেলে।

আপনার মন্তব্য

আলোচিত