স্পোর্টস ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০২২ ০৪:০৮

কোভিড-বিধিনিষেধ আর বয়কটে শুরু শীতকালীন অলিম্পিক

কোভিড-১৯ নিয়ে কঠোর বিধিনিষেধ ও পশ্চিমা কিছু দেশের গেমস বয়কটের মধ্য দিয়ে বেইজিংয়ে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিক গেমস।

শুক্রবার শুরু হওয়া গেমসটি চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০৯টি ইভেন্টে প্রতিযোগিতা করছেন প্রায় তিন হাজার অ্যাথলেট।

এরপর হবে প্যারা অলিম্পিক। ৪ থেকে ১৩ মার্চ হবে গেমসটি। ৭৮টি ইভেন্টে প্রতিযোগিতা করবেন সাড়ে ৭শত অ্যাথলেট। তবে দর্শকদের সেখানে ঢোকার অনুমতি নেই। সাধারণ জনগণের জন্য কোনো টিকেট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

সাধারণ মানুষকে খেলা দেখতে হবে টিভির পর্দায়। কোভিডের বিস্তার ঠেকাতে সাধারণ দর্শকদের মাঠে ঢুকতে দেওয়া হবে না। ভাইরাস যাতে না ছড়ায় এর জন্য অ্যাথলেট ও কর্মকর্তাদের রাখা হয়েছে গেমস ভিলেজের ভেতরে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং আরও ১২টির মতো দেশের উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এই গেমস বয়কট করেছেন। চীনের মানবাধিকার ইস্যুর কথা তুলে তারা এই অলিম্পিকে যোগ দেননি।

এবারের শীতকালীন অলিম্পিকের স্লোগান হলো ‘অভিন্ন ভবিষ্যতের জন্য একসাথে পথচলা’

আপনার মন্তব্য

আলোচিত