সিলেটটুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০২২ ২২:৫৫

নিজেদের মাঠেও সিলেটের হার

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫ রানে জিতেছে খুলনা। এ ম্যাচ মিলিয়ে টানা দ্বিতীয় ও টুর্নামেন্টের চতুর্থ জয় তুলে নিল দলটি। জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে অবস্থান করছে মুশফিকুর রহিমের বাহিনী।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে বল টেম্পারিংয়ের কাণ্ডের ম্যাচে খুলনার টাইগার্সের কাছে হেরেছে রবি বোপারার দল সিলেট সানরাইজার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫ রানে জিতেছে খুলনা। এ ম্যাচ মিলিয়ে টানা দ্বিতীয় ও টুর্নামেন্টের চতুর্থ জয় তুলে নিল দলটি। জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে অবস্থান করছে মুশফিকুর রহিমের বাহিনী।

সোমবার টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট। ব্যাটিংয়ে নেমে দুই ফিফটিতে তিন উইকেটে ১৮২ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। একাই ৬২ বলে অপরাজিত ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন সৌম্য সরকার। ৬২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। মাঝে ২৩ রানের ইনিংস আসে ইয়াসির আলীর ব্যাট থেকে।

ইনিংসের ৯ ওভারের সময় বল টেম্পারিং করেছিলেন সিলেটের অধিনায়ক রবি বোপারা। পরে ওভার শেষে এ জন্য পাঁচ রান জরিমানা করা হয় তার দলকে।

টার্গেটে নেমে সর্বসাকুলে ছয় উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে সিলেট। সর্বোচ্চ ৪৭ রান করেন উইকেটকিপার এনামুল হক বিজয়। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান আসে মোসাদ্দেক সৈকত ও কলিন ইনগ্রামের ব্যাট থেকে। তারা রান করেন যথাক্রমে ৩৯ ও ৩৭ রান।

রবি বোপারা সাঁজঘরে ফেরেন অধিনায়ক রবি বোপারা। শেষে আলাউদ্দীন বাবুর ৭ বলে ঝড়ো ২৫ রানও হার এড়াতে পারেনি সিলেটের। ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা।

দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রান ও বল হাতে দুই উইকেট নেয়ায় ম্যাচ সেরার পুরস্কার বাগিয়ে নেন খুলনার সৌম্য সরকার।

আপনার মন্তব্য

আলোচিত