সিলেটটুডে ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৫ ০১:২৬

আফ্রিদিদের শতভাগ পরিশোধ, দেশি ক্রিকেটারদের টাকা নিয়ে গড়িমসি

শহীদ আফ্রিদি, রবি বোপারাসহ বিদেশী খেলোয়াড়দের শতভাগ অর্থ পরিশোধ করলে স্থানীয় ক্রিকেটারদের পাওনা পরিশোধ নিয়ে গড়িমসির অভিযোগ ওঠেছে সিলেট সুপার স্টার্সের মালিক পক্ষের বিরুদ্ধে। দলটির দেশীয় ক্রিকেটাররা দাবি করেছেন, এখন পর্যন্ত চুক্তির মাত্র ৫০ শতাংশ অর্থ পেয়েছন তারা।

বৃহস্পতিবার হেরে বিপিএল পর্ব সমাপ্ত করে সিলেট সুপার স্টার্স। দল হেরে যাওয়ায় বাকী টাকা প্রাপ্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে।

তবে সিলেটের মালিকপক্ষের দাবি তারা স্থানীয় ক্রিকেটারদের ৬০ শতাংশ প্রদান করেছেন। যদিও এই সময়ের মধ্যে ক্রিকেটারদের ৭৫ শতাংশ প্রদানের কথা ছিলো।

বিপিএলের এবারের নিয়ম অনুসারে টুর্নামেন্টের শুরুতে ৫০ শতাংশ এবং ১১ ডিসেম্বরের মধ্যে আরো ২৫ শতাংশ পাওনা বুঝিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু সিলেট বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটারের পুরো পাওনা দিয়ে দিলেও স্থানীয় ক্রিকেটার ও টিম অফিসিয়ালদের পাওনা ঠিক ভাবে পরিশোধ করেনি।

এ বিষয়ে সিলেটের মালিক আজিমুল ইসলামও দ্বিমত করেননি। তিনি বলছেন, ‘এখন পর্যন্ত আমরা দেশি ক্রিকেটারদের ৬০ শতাংশ পাওনা দিয়েছি। বাকি ১৫ ভাগ দ্রুতই দিয়ে দিব। তবে বিদেশিদের মধ্যে রবি বোপারা, শহীদ আফ্রিদির শতভাগ পাওনা দিয়ে দিয়েছি।’

সূত্র থেকে জানা গেছে এর আগে ক্রিকেটারদের প্রথম কিস্তির পাওনা দেয়াতেও গড়িমসি করেছে সিলেট সুপার স্টার্স। অনেক ক্রিকেটার ৫০ শতাংশ পাওনা পেয়েছেন গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে। হিসেব বলছে ৬০ শতাংশ পাওনা পরিশোধ করছে সিলেট।

কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক সিলেটের এক ক্রিকেটার বলছেন, ‘আমাদের প্রথম ৫০ শতাংশ টাকার ভ্যাট কাটা হয়নি। তাই হয়তো তারা বলেছেন যে ৬০ ভাগ টাকা দিয়েছেন।’ সিলেটের বিরুদ্ধে আরো অভিযোগ মিলেছে। প্রায় ৮ দিনের ডি.এ (ডেইলি এলাউন্স) পায়নি সিলেট দলের বেশিরভাগ দেশি ক্রিকেটার। একদিনের ডি.এ বাবদ ক্রিকেটাররা পাঁচ হাজার টাকা পান। কোচ, টিম অফিসিয়ালদেরও পাওনা নিয়ে অভিযোগ আছে।

আপনার মন্তব্য

আলোচিত