স্পোর্টস ডেস্ক

১৮ মে, ২০২২ ১১:৪৫

টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে মুশফিক

টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম।

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে নিজের ৬৮ রানের মাথায় মুশফিক এই মাইলফলকে পৌঁছান।

২০০৫ সালে অভিষিক্ত মুশফিকের এই মাইলফলকের কাছে যেতে লাগল ৮১ টেস্ট। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগ পর্যন্ত করেছিলেন ৭ সেঞ্চুরি আর ২৬ ফিফটিতে এখন পর্যন্ত ১০ হাজার ৫৬৭ বল সামলে ৪ হাজার ৯৮৫ রান করেছেন মুশফিক।

তার চেয়ে ১৫ টেস্ট কম খেলেই ১০ সেঞ্চুরি আর ৩১ ফিফটিতে তামিমের রান ৪ হাজার ৯৮১। এই রান করতে এখনো পর্যন্ত তিনি সামলেছেন ৮ হাজার ৮৫৬ বল।

৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দৌড়ে এগিয়ে ছিলেন তামিমই। কিন্তু দ্বিতীয় সেশনে সেঞ্চুরি হাঁকানোর পর অস্বস্তিতে ভুগতে শুরু করেন তিনি। হাতের পর পায়ের পেশিতেও টান পড়ে তার। প্রচণ্ড ব্যথায় কয়েক দফা তিনি নেন বিরতিও। এরপর ২১৭ বলে ১৩৩ রানে থাকা অবস্থায় আহত অবসরে যান তিনি।

উল্লেখ্য, তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩১৮ রান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেমেছিল ৩৯৭ রানে।

আপনার মন্তব্য

আলোচিত