স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০২২ ০৯:০৪

হ্যারি কেইনে ইংল্যান্ডের রক্ষা, এখনও জয়হীন জার্মানি

উয়েফা নেশন্স লিগ

টানা দুই ম্যাচে জয়ের দেখা পেল না জার্মানি। ইতালির বিপক্ষে ড্রয়ের পর ফের ড্র করল তারা ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড আগের ম্যাচ হেরেছিল হাঙ্গেরির কাছে।

মঙ্গলবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইয়োনাস হফমানের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন কেইন।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে এগিয়ে যায় জার্মানি। জসুয়া কিমিখের পাস ডি-বক্সে পেয়ে বুলেট গতির শটে গোলটি করেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের মিডফিল্ডার হফমান। সোজাসুজি আসা বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

গোল খাওয়ার পর একের পর এক আক্রমণ করতে থাকে ইংল্যান্ড, কিন্তু পাচ্ছিল না কাঙ্খিত গোল। ৮৮তম মিনিটে গোলের দেখা পায় ইংলিশরা। ডি-বক্সে কেইনকে পেছন থেকে দুর্ঘটনাবশত ফাউল করে বসেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। প্রথমে রেফারি পেনাল্টি যদিও দেননি, তবে ভিএআরে অনেক্ষণ ধরে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি। স্পট কিকে জাতীয় দলের হয়ে গোলের ফিফটি পূর্ণ করেন হ্যারি কেইন।

ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠলেন কেইন, পেছনে স্যার ববি চার্লটন। ৫৩ গোল নিয়ে শীর্ষে ওয়েইন রুনি।

এদিন গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে হাঙ্গেরি। তিন নম্বরে জার্মানির পয়েন্ট ২। তলানিতে ইংল্যান্ডের পয়েন্ট ১।

আগামী শনিবার জার্মানি খেলবে হাঙ্গেরির মাঠে। আর ইংল্যান্ড ঘরের মাঠে মুখোমুখি হবে ইতালির।

আপনার মন্তব্য

আলোচিত