স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০২২ ২০:২৬

বাহরাইনের কাছে বাংলাদেশের ২ গোলে হার

এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের কাছে হেরেছে বাংলাদেশ।

বুধবার কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে হারে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের নবম মিনিটে কর্নার থেকে ডিফেন্ডার মোহাম্মদ বেনাদির হেড আনিসুর আটকান দারুণভাবে। ১৪ মিনিটে আরেকটি শট আটকান। ২১ মিনিটে ডি-বক্সের একটু সামনে চেক রিপাবলিকে খেলা নাম্বার নাইন আবদুল্লাহ ইউসুফকে ফাউল করেন বিশ্বনাথ। খুব ভালো জায়গা থেকে ফ্রি-কিক পেয়েও গোল করতে পারেনি বাহরাইন। কমাইল হাসানের শট গোলকিপার ধরে নেন। পরের মিনিটে আনিসুর আরেকটি শট আটকান।

একের পর এক আক্রমণে থাকা বাহরাইন গোলের দেখা পায় ম্যাচের ৩৪তম মিনিটে। কমাইল হাসানের কর্নারে কুয়েত লিগে খেলা আলী হারাম দারুণ হেডে করেন ১-০।

এর আট মিনিট পর দ্বিতীয় গোল পেয়ে যায় র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে প্রায় একশো ধাপ এগিয়ে থাকা বাহরাইন। মিডফিল্ডার কোমাইল আল আসওয়াদ বক্সের বাইরে থেকে দারুণ এক গড়ানো শটে ব্যবধান করেন ২-০।

এরপর গোলরক্ষক আনিসুর রহমান আর রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি।

বাংলাদেশ দল: আনিসুর , ইয়াছিন আরাফাত, টুটুল হোসেন, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, জামাল ভূঁইয়া, আতিকুর রহমান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, সাজ্জাদ হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত