স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২২ ১০:০৯

চেক রিপাবলিকের বিপক্ষে পর্তুগালের জয়

উয়েফা নেশন্স লিগ

চেক রিপাবলিকের বিপক্ষে জয় পেয়েছে পর্তুগাল। লিসবনে বৃহস্পতিবার রাতে নেশন্স লিগে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল।

জোয়াও কানসেলো দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান দ্বিগুণ করেন গানসালো গেদেস।

প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে শেষ সময়ের গোলে ড্রয়ের পর এরমাধ্যমে টানা দুই জয় পেল পর্তুগাল। অপরদিকে জয় দিয়ে শুরুর পর ড্রর পর এবার তৃতীয় ম্যাচে এসে হারল চেক রিপাবলিক।

২৪তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তবে শট লক্ষ‍্যে রাখতে পারেননি পর্তুগাল অধিনায়ক।

৩১তম মিনিটে ইয়ান কুচতার শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন স্বাগতিক গোলরক্ষক। এর দুই মিনিট পরই ম‍্যানচেস্টার ইউনাইটেডের দুই খেলোয়াড়ের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় পর্তুগাল। বের্নার্দো সিলভার কাছ থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে কিছুটা এগিয়ে গিয়ে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন কানসেলো। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।

৩৮তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন গেদেস। ডি বক্সে সিলভার দারুণ পাস পেয়ে আড়াআড়ি শটে ঠিকানা খুঁজে নেন ভালেন্সিয়ার এই ফরোয়ার্ড। পোস্টের ভেতরের দিকে লেগে বল জড়ায় জালে।

৩ ম‍্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। গ্রুপের অন‍্য ম‍্যাচে সুইজারল‍্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে চেক রিপাবলিক।

আপনার মন্তব্য

আলোচিত