সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০২২ ১০:৫৫

রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যা, আদালতের রায়

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

স্থানীয় সময় শুক্রবার লাস ভেগাসের আদালতের বিচারক জেনিফার ডরসি এই রায় ঘোষণা করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিচারক ৪২ পৃষ্ঠার রায়ে বলেছেন, ফাঁস হওয়া চুরি করা তথ্যের ওপর ভিত্তি করে অভিযোগ আনা হয়েছে। রোনালদোর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ নেই।

নেভেদার নাগরিক ক্যাথরিন মায়ারগোর অভিযোগ, লাস ভেগাসের এক হোটেলে ২০০৯ সালে রোনালদো তাকে ধর্ষণ করেন। ৩৭ বছর বয়সী এই নারী পেশায় একজন শিক্ষিকা ছিলেন।

বিবিসি বলছে, ফুটবল তারকা রোনালদো শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।

ক্লার্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস জানায়, ২০০৯ সালে ওই নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন। কিন্তু ঘটনাটি কোথায় ঘটেছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

বিশ্বের সেরা ফুটবলার হিসেবে একাধিকবার ব্যালন ডি-অর অ্যাওয়ার্ড জেতা রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ‍ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের হয়ে খেলার সময়।

মায়ারগোর আইনজীবী জানান, মি টু আন্দোলন শুরু হলে অনুপ্রাণিত হয়ে অভিযোগ আনেন মায়ারগো।

২০১৮ সালের আগস্টে মায়ারগোর অনুরোধে লাস ভেগাসের পুলিশ সদস্যরা এই অভিযোগের তদন্ত শুরু করে। সে বছর জার্মান সাপ্তাহিক পত্রিকা দার স্পাইজেল নামের একটি ম্যাগাজিনে প্রথম এই ধর্ষণের অভিযোগের খবর আসে।

ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেও রোনালদো জানিয়েছেন, ২০০৯ সালে লাস ভেগাসে যে দুজনের সাক্ষাৎ হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত