সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৩৯

বাঁচা-মরার লড়াইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে সুপার ফোরে খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দ্বিতীয় ধাপে খেলতে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে।

এবারের এশিয়া কাপের আসরে বাঁচা-মরার লড়াইয়ে বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জিতলে সুপার ফোরে আর হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই এবারের এশিয়া কাপ শেষ করতে হবে গত দুইবারের ফাইনালিস্ট বাংলাদেশকে।

এমন সমীকরণ মাথায় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে আজ রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ।

২০১৮ সালে এ ভেন্যুতেই এশিয়া কাপের মঞ্চে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করেছিল টাইগাররা। সেবার লঙ্কানদের ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, তবে সেটি ছিল ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। তারপরও ২০১৮ সালের ওই জয়টি বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দেবে।

একই আসরে এই ভেন্যুতে আরও দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুটিতেই ভারতের কাছে হারে তারা। এর মধ্যে ফাইনালও ছিল। ৩ উইকেটে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের।

সর্বশেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতেই হেরেছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশ সবশেষ ১৬ টি-টোয়েন্টির মধ্যে ১৪টিতেই হার নিয়ে মাঠ ছাড়ে। দুই দলের শেষ ৫টি করে ম্যাচ হিসাব করলে দুই দলই চারটি করে হেরেছে, জয় পেয়েছে কেবল একটিতে।

এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে লঙ্কানরাই এগিয়ে। সর্বশেষ ১২ টি-টোয়েন্টির আটটি জিতেছে তারা। আর সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। লঙ্কানদের সঙ্গে সর্বশেষ তিন দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ।

দুবাইয়ের এ ভেন্যুতে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল টাইগাররা। ম্যাচে ৮ উইকেটে হারে তারা। এবার হারের স্মৃতি ভুলে জ্বলে ওঠার প্রত্যাশায় মাঠে নামবে বাংলাদেশ।

দুই পরিবর্তন আসতে পারে বাংলাদেশ শিবিরে। বিজয়কে বসিয়ে খেলানো হতে পারে পারভেজ হোসেন ইমনকে। আর মুস্তাফিজের পরিবর্তে একাদশে জায়গা করে নিতে পারেন নাসুম আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাইম শেখ, এনামুল হক বিজয়/পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান/নাসুম আহমেদ।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, মাথিসা পাথিরানা, দিলশান মাধুশঙ্কা।

আপনার মন্তব্য

আলোচিত