সিলেটটুডে ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৫

১ গোলে মেসির ২ রেকর্ড

মেসি-নেইমারদের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-৩ গোলে হেরে যায় ইসরাইলের দল মাকাবি হাইফা। তবে দারুণ ফুটবল উপহার দিয়েছে তারা। এ ম্যাচে এক গোল করে দুটি রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

মাকাবির মাঠে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে ৩৭তম মিনিটে জালের দেখা পান মেসি। কিলিয়ান এমবাপ্পেকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে যান আর্জেন্টাইন তারকা। শুরুতে শট নেয়ার কথা ভাবলেও প্রতিপক্ষের বাধার মুখে পারেননি এমবাপ্পে। পরে মেসির পায়ে বল দেন ফরাসি এ তারকা। বল পেয়ে বাঁ পায়ের আড়াআড়ি শটে বাকি কাজটা সারেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১২৬তম গোল।

এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক। ছাড়িয়ে গেলেন এতদিন যৌথভাবে পাশে থাকা রোনালদোকে। পর্তুগিজ ফরোয়ার্ড গোল করেছেন ৩৮টি দলের বিপক্ষে।

ইসরাইলের কোনো দলের বিপক্ষে এ প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেললেন মেসি। এ নিয়ে ভিন্ন ১৯ দেশের ক্লাবের বিপক্ষে গোল করলেন তিনি। একই সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির ১৮ মৌসুমে গোল করলেন মেসি। তার নিকটবর্তী প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বেনজেমা। চোট পেয়ে আপাতত মাঠের বাইরে থাকা রিয়াল মাদ্রিদ অধিনায়ক বেনজেমার গোল আছে টানা ১৭ মৌসুমে।

আপনার মন্তব্য

আলোচিত