স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৯

ভুটানের জালে ৮ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

দুই অর্ধে সমান ৪ গোল করে মোট ৮ গোল দিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বড় ব্যবধানে জয়ের এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন সাবিনা খাতুন।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালের টিকিট পেল লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১৬ সালে বাংলাদেশ প্রথমবার মতো সাফের ফাইনালে খেলে দেশের মেয়েরা। তবে সেবার ভারতের কাছে শিরোপা খুইয়ে ফেলেছিল তারা।

সেমিফাইনালে সাবিনার হ্যাটট্রিকের সঙ্গে বাংলাদেশের জার্সিতে গোলের দেখা পান  সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রাণী সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভীন ও তহুরা খাতুন।

শিরোপার জন্য ১৯ সেপ্টেম্বর ফাইনালে খেলবে বাংলাদেশ।  দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। লড়াই শেষে ঠিক হবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত