সিলেটটুডে ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২২ ২১:১৬

স্পেনের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় জাপান

কাতার বিশ্বকাপে এশিয়ান জায়ান্ট জাপানের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেন। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ ‘ই’র শীর্ষে থাকা স্প্যানিশরা এই ম্যাচে অন্তত ড্র করতে পারলেই নক আউট পর্বের টিকিট পাবে। তবে ব্লু সামুরাইদের বিপক্ষে জয় তাদের গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে পৌঁছে দিবে।

এবারের আসরে দ্বিতীয় অঘটনের জন্ম দিয়ে ইতোমধ্যেই চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে পরাজিত করে শঙ্কায় ফেলে দিয়েছে জাপান। উজ্জীবিত জাপানিজরা অবশ্য দ্বিতীয় ম্যাচে লড়াই করেও কোস্টারিকার কাছে ১-০ গোলে হেরে গেছে। এই মুহূর্তে স্পেনের থেকে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপান ও কোস্টারিকা।

সে কারণেই স্পেনকে হারাতে পারলে শীর্ষ দল হিসেবে জাপান পৌঁছে যাবে পরের রাউন্ডে। আর যদি স্পেন হেরে যায় ও হান্সি ফ্লিকের দল জয়ী হয় তবে গ্রুপের দ্বিতীয় স্থানের জন্য এই দু’দলের মধ্যে গোল ব্যবধান বিবেচনা করা হবে।

উল্লেখ্য, জাপান ও স্পেন এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে, দুই দশক আগে। ওই প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল স্প্যানিশরা।

আপনার মন্তব্য

আলোচিত