স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৬ ১৮:২৯

ব্রাজিলিয়ান ইউরোপ সেরা হলেন নেইমার

ব্রাজিলিয়ান ইউরোপ সেরা হলেন নেইমার। টানা দ্বিতীয়বারের মতো সাম্বা গোল্ড পুরস্কার জিতেছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড নেইমার।

ইউরোপে খেলা ব্রাজিলের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিততে ৩৭.৮ শতাংশ ভোট পান নেইমার। ব্রাজিল অধিনায়ক পেছনে ফেলেন বায়ার্ন মিউনিখের ডগলাস কস্তা ও ইন্টার মিলানের ফেলিপে মেলোকে।

ডগলাস কস্তা ১৩ শতাংশ, আর মেলো ৯.৩ শতাংশ ভোট পান।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে ফুটবল বিষয়ক সাময়িকী সাম্বাফুটের পাঠকদের সঙ্গে ভোট দেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সাংবাদিকরা।

ইউরোপে খেলা ব্রাজিলের সেরা খেলোয়াড়কে ২০০৮ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে দেশটির সাম্বাফুট সাময়িকী।

মিরান্দা ও ফেলিপে মেলোকে পেছনে ফেলে গত মৌসুমে প্রথমবারের মতো এই পুরস্কার জেতেন নেইমার। সেবার ২৯.২ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি।

সাম্বা গোল্ড জয়ীরা
২০০৮: কাকা (এসি মিলান)
২০০৯: লুইস ফাবিয়ানো (সেভিয়া)
২০১০: মাইকন (ইন্টার মিলান)
২০১১: চিয়াগো সিলভা (এসি মিলান)
২০১২: চিয়াগো সিলভা (পিএসজি)
২০১৩: চিয়াগো সিলভা (পিএসজি)
২০১৪: নেইমার (বার্সেলোনা)
২০১৫: নেইমার (বার্সেলোনা)

আপনার মন্তব্য

আলোচিত