স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:২৮

এশিয়া কাপ রেখে মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরলেন সাকিবও

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর মুশফিকুর রহিম ঢাকায় ফিরবেন তা আগে থেকেই নিশ্চিত ছিল। তবে শুধু মুশফিক একা নন, তার সঙ্গে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসানও।  ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুজনের ফেরার কথা রয়েছে।

পারিবারিক কারণ মুশফিক গেলেও সাকিবের কারণ অজানা। ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিব-মুশফিক দুজনের ফেরার কথা রয়েছে ১৩ সেপ্টেম্বর। ভারত ম্যাচের আগে ৫ দিন সময় পেয়েছে বাংলাদেশ। তার মধ্যে তিন দিন বিশ্রামে থাকবে ক্রিকেটাররা।

এশিয়া কাপের সুপার ফোরে এখন পর্যন্ত নিজেদের খেলা দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ২১ রানের হার মেনে নিয়েছে টাইগাররা।

এই দুই ম্যাচে ব্যাট-বল হাতে একসাথে জ্বলে উঠতে পারেননি সাকিব। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে করেছেন ৫৭ বলে ৫৩। তবে বোলিংয়ে ৫.৩ ওভার বল করেও ছিলেন উইকেটশূন্য। এই ম্যাচে মুশফিক করেছেন ৮৭ বলে ৬৪।

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব-মুশফিক দুজনই ছিলেন ফ্লপ। বল হাতে ১০ ওভারে ৪৪ রান দিয়েও উইকেটশূন্য ছিলেন সাকিব। ব্যাটিং করতে নেমে দাঁড়াতেই পারেননি। ৭ বল খেলে করেছেন ৩ রান। মুশফিক ৪৮ বলে করেছেন ২৯ রান।

আপনার মন্তব্য

আলোচিত