স্পোর্টস ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৪১

ভারতের বিপক্ষে বাংলাদেশের ২৬৫

এশিয়া কাপ ২০২৩

টপঅর্ডারের ব্যাটিং-দৈন্যের পর হাল ধরলেন সাকিব আল হাসান আর তাওহীদ হৃদয়, আর শেষদিকে নাসুম, মেহেদির দুরন্ত ব্যাটিংয়ে লড়ার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। সাকিব আর হৃদয় পেয়েছেন ফিফটি।

শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করেছে বাংলাদেশ।

আট নম্বরে নেমে নাসুম আহমেদ খেললেন ৪৫ বলে ৪৪ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। আরেক স্পিনার শেখ মেহেদিও তার ব্যাটিং প্রতিভার পুরোটা নিংড়ে দিলেন ২৩ বলে ২৯ রানের হার না মানা ইনিংস খেলে। শেষ ১০ ওভারে তাদের দুরন্ত ব্যাটিংয়ের ভারতের সামনে একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হলো বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫৯ রানের মধ্যেই প্রথম পাঁচ ব্যাটারের চারজনকে হারিয়ে ফেলে বাংলাদেশ। হৃদয়কে নিয়ে তখন দলের হাল ধরেন সাকিব। পঞ্চম উইকেটে তাদের জুটিতে আসে ১০১ রান। আক্রমণাত্মক ঢংয়ে ব্যাট চালিয়ে ৮০ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। তাকে সঙ্গ দেয়া তাওহীদ হৃদয়ও তুলে নেন ফিফটি। তবে দলীয় রান দুই শ পেরোনোর তারা সাজঘরের পথ ধরায় বিপাকে পড়ে বাংলাদেশ।

শেষ দিকে নাসুম-শেখ মেহেদীদের লড়াকু ব্যাটিংয়ে সে বিপদ ঘুচিয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ।

এশিয়া কাপের সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হেরে ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ভারত ও শ্রীলঙ্কা খেলবে ফাইনাল। 

আপনার মন্তব্য

আলোচিত