স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪১

সোসিয়াদের বিপক্ষে জিতে শীর্ষে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

আরও একবার ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়াদের বিপক্ষে এই ম্যাচ জয়ে নিশ্চিত করেছে লিগের শীর্ষ স্থান।

লা লিগায় কাল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও শেষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

খেলার ৫ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। বক্সের ভেতর অনেকটা ফাঁকা জায়গায় বল পান সোসিয়েদাদের আন্দ্রে বারেনেটেক্সা। তার শট কেপা আরিজাবালাগা পরপর দুবার ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। বল শেষ পর্যন্ত জালে জড়ায় এবং এগিয়ে যায় সোসিয়েদাদ।

১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। তবে বিরতি থেকে ফিরেই অবশ্য গোলের দেখা পেয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ৪৬ মিনিটে বক্সের একটু বাইরে থেকে উরুগুইয়ান তারকা ফেদে ভালভের্দের বুলেট গতির শট পোস্ট কাঁপিয়ে জালে জড়ালে ম্যাচে সমতায় ফেরে রিয়াল। এই গোলে ভালভের্দেকে অ্যাসিস্ট করেন ফ্রান গার্সিয়া।

এরপর ৬০ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে তার বাড়ানো ক্রসেই হেডে লক্ষ্যভেদ করেন অরক্ষিত হোসেলু। এবারও অ্যাসিস্ট করেন গার্সিয়া।

এই দুই গোলই শেষ পর্যন্ত নিশ্চিত করে রিয়ালের শীর্ষে ওঠা জয়। যেখানে ৫ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ১৫। ২ নম্বরে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ১৩।

আপনার মন্তব্য

আলোচিত