স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৩ ১৩:২৩

আফগানিস্তানদের সামনে আজ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। প্রথমে বাংলাদেশ এবং পরে ভারতের বিপক্ষে হেরে ব্যাকফুটে রয়েছে আফগান বাহিনী। এবার তারা মাঠে নামবে আরেক পরাশক্তি ইংল্যান্ডের বিপক্ষে।

রোববার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে আফগানিস্তান ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া ইংলিশরা জয়ের ধারা ধরে রাখতে চাইছে।

এ দিকে এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া আফগানদের কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ইংল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে কিনা হাশমতউল্লাহ শাহিদির দল, সেটি এখন সময়ের অপেক্ষা।

দিল্লির পিচ অনেকটা ব্যাটিং সহায়ক হওয়ায় জয়ের জন্য ভালো পারফর্ম করতে হবে আফগান ব্যাটারদের। তাই বাড়তি চাপ মোকাবিলার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে গুরবাজ-জাদরানদের। তবে ইংল্যান্ডের বোলিংয়ের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে ওঠা কিছুটা কঠিনই হবে।

অন্যদিকে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পারফর্ম করতে পারেনি জস বাটলারের দল। ৯ উইকেটে কিউইদের বিপক্ষে আত্মসমর্পণ করেছিল থ্রি লায়ন্সরা। তবে বাংলাদেশের বিপক্ষে ভালোভাবে প্রত্যাবর্তন করেছে। এবার সেই ধারা অব্যাহত রেখে টানা দুই জয়ের লক্ষ্য নিয়েই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা।

আপনার মন্তব্য

আলোচিত