স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৩ ১৮:৫৭

ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ২৮৪ রান

রহমানুল্লাহ গুরবাজ ও ইকরাম আলিখিলের ব্যাটে চড়ে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়েছে আফগানিস্তান।

ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন গুরবাজ, আর ইকরামের ব্যাট থেকে আসে ৫৮ রানের দাপুটে এক ইনিংস।

দিল্লিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ১১৪ রান তুলে আফগানিস্তান। জাদরান দেখে শুনে ব্যাটিং করলেও ক্রিস ওকস–স্যাম কারানদের ওপর শুরু থেকেই চড়াও হন গুরবাজ।

দুজনের দুর্দান্ত শুরুর পরও নিমেষেই ধসে যায় আফগানিস্তানের ব্যাটিং অর্ডার। ৮ রানে ৩ উইকেট হারিয়ে এবার উল্টো বিপদে পড়ে তারা। রান আউট হওয়ার আগে দলীয় ১১৪ রানের ৮০ রানই করেন গুরবাজ। ৫৭ বলের দুর্দান্ত ইনিংসটি সাজান ৮ চারের বিপরীতে ৪ ছক্কায়। তাঁর দুর্দান্ত ইনিংসটি রান আউটে কাটা পড়ে।

গুরবাজের আউটের পর আফগানরা আর কোনো বড় জুটি পায়নি। ছোট ছোট জুটি গড়ে দলের রানটা শেষ পর্যন্ত ২৮৪ হয় ইকরাম আলিখিলের সৌজন্যে। সতীর্থরা আসা–যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখে ৬৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। অবশ্য ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং সংগ্রহ দেওয়ার ক্ষেত্রে দুই স্পিনার রশিদ খানের ২৩ ও মুজিব উর রহমানের ২৮ রানের অবদানও কম নয়।

শুরুতে গুরবাজের হাতে বেধড়ক পিটুনি খেলেও শেষ দিকে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ডের বোলাররা। প্রতিপক্ষকে তিন শোর আগেই অলআউট করতে দুর্দান্ত বোলিং করছেন আদিল রশিদ। ৪২ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার এই স্পিনার।

আপনার মন্তব্য

আলোচিত