স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫৭

মিরপুরে ধারাভাষ্যে তামিমের আন্তর্জাতিক অভিষেক

বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা ওপেনার তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন কি না, সেই বিষয়টি নিয়ে সংশয় থাকলেও ধারাভাষ্যকার হিসেবে নিজের পথচলা শুরু করে দিলেন  এই দেশসেরা ওপেনার।

বুধবার (৬ ডিসেম্বর) চলমান ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে ধারাভাষ্যকার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজের যাত্রা শুরু করেন তামিম। প্রথম পর্যায়ে দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০মিনিট পর্যন্ত। আর দ্বিতীয় পর্যায়ে দুপুর ১টা ৪০ থেকে ২টা ১০মিনিট পর্যন্ত ধারাভাষ্য দেবেন তামিম।

অবশ্য এই প্রথম নয় এর আগে ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম। সেবার মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন তিনি। ধারাভাষ্যের ব্যাপারে অনেক আগ্রহী এই ক্রিকেটার।

ক্রিকেট ছাড়ার পর অনেক ক্রিকেটার কোচিং পেশার সঙ্গে যুক্ত হন। অনেকেই বোর্ড ম্যানেজমেন্টে কাজ করেন। কেউবা নির্বাচক হন। কিন্তু তামিমের ইচ্ছা ধারাভাষ্যকার হওয়া। একবার গল্পের ছলে বলেছিলেন ভবিষ্যতে ধারাভাষ্যকার হলেও হতে পারেন।

আপনার মন্তব্য

আলোচিত