স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৪ ০৯:৩২

তোরেসের হ্যাটট্রিকে বেতিসের বিপক্ষে বার্সেলোনার জয়

স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসের হাটট্রিকে রিয়াল বেতিসের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। শুধু হ্যাটট্রিকই নয়, অন্য একটি গোলে করেছেন সহায়তাও। তোরেসের চার গোলে অবদানের ম্যাচে বার্সেলোনা বেতিসকে হারিয়েছে ৪-২ ব্যবধানে।

তোরেস ২১ ও ৪৮ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দিলেও বেতিসের হয়ে চার মিনিটের ব্যবধানে দুটিই শোধ দিয়ে দেন ইসকো।

২-২ স্কোরলাইনে ম্যাচ নব্বই মিনিট পার হওয়ার পর যোগ করা সময়ের প্রথম মিনিটে তৃতীয় গোল পায় বার্সা।

তোরেস-জোয়াও ফেলিক্সের মধ্যে বল দেওয়া-নেওয়ার শেষ পর্যন্ত নিচু শটে বল জালে জড়ান ফেলিক্স।

এর দুই মিনিট পরই গোলের সম্ভাবনা তৈরি করেন ইয়ামাল। তবে ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের শট ক্রসবারে লেগে ফিরে এলেও ফিরতি শটে বল জালে পাঠান তোরেস।

২০২১ সালে ম্যানচেস্টার সিটি থেকে আসা এই ফরোয়ার্ডের এটি বার্সার হয়ে প্রথম হ্যাটট্রিক। প্রথম দুই মৌসুমে ৭টি করে ১৪ গোল করা তোরেস চলতি মৌসুমে ২৯ ম্যাচেই করলেন ১১ গোল।

লা লিগায় ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান তৃতীয়। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আর কাল রাতেই সেভিয়াকে ৫-১ গোলে হারিয়ে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সবার ওপরে জিরোনা।

আপনার মন্তব্য

আলোচিত