
২২ মার্চ, ২০২৪ ১০:৫৩
শ্রীলঙ্কার জিতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অভিষেক হয়েছেন পেস বোলার নাহিদ রানার।
এছাড়াও একাদশে ফিরেছেন পেসার খালেদ আহমেদ। আর দলে আছেন শরিফুল ইসলাম। তিন পেসারকে নিয়ে আক্রমণে নেমেছে টাইগাররা।
এদিকে অভিজ্ঞ একাদশ নিয়েই মাঠে নামছে শ্রীলঙ্কা। করুনারত্নে, ম্যাথুস, চান্ডিমালদের সঙ্গে বোলিং আক্রমণে রয়েছেন রাজিতা, কুমারারা।
বাংলাদেশ একাদশ:
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
শ্রীলঙ্কা একাদশ:
দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।
আপনার মন্তব্য