স্পোর্টস ডেস্ক

২২ মার্চ, ২০২৪ ১৮:৪৮

শেষ বিকেলে লঙ্কান বোলারদের দাপটে বাংলাদেশ ৩২/৩

প্রথম সেশনে একক আধিপত্য বিস্তার করে প্রতিপক্ষের ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। এরপর দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। তৃতীয় সেশনে ফের আরও ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ২৮০ রানে আটকে রেখেছিল টাইগাররা।

কিন্তু দিনশেষে বোলারদের এই নৈপুণ্যে ম্যাচ বাংলাদেশের দিকে একেবারের হেলে যায়নি। ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। শেষ বিকেলে মাত্র ১০ ওভারে বাংলাদেশের তিন টপঅর্ডার ব্যাটারকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়েছে সফরকারীরা।

৩২ রানে তিন উইকেট হারিয়েছে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্তর দল এখনো পিছিয়ে ২৪৮ রান। আগামীকাল নতুন করে দিন শুরু করবেন মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলাম।

লাক্কাতুরার চা বাগান ঘেরা মাঠে দিনের শুরুতে বেশ দাপুটে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি জমতে দেননি খালেদ আহমেদ। দ্বিতীয় ওভারে নিশান মাদুশঙ্কাকে ফিরিয়ে দিনের শুরুতেই সাফল্য এনে দেন তিনি। খালেদের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করতে চেয়েছিলেন লঙ্কান ওপেনার। বল ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। তৃতীয় স্লিপে ক্যাচ লুফে নেন মেহেদী হাসান মিরাজ। ৯ বলে ২ রান করে ফেরেন মাদুশঙ্কা।

এরপর দারুণ বাউন্সারে মেন্ডিসকে ফেরান খালেদ। শরীর বরাবর আসা বাউন্সারে কাট করবেন নাকি ছেড়ে দেবেন এই দ্বিধায় শেষ পর্যন্ত ব্যাটে লেগে চলে যায় গালিতে। ক্যাচ নেন জাকির হাসান। ফেরার আগে ২ চারে ২৬ বলে ১৬ রান করেন মেন্ডিস।

ওভারের শেষ বলে করুণারত্নেকে বোল্ড করেন খালিদ। দিনের প্রথম সেশনে আরও দুটি উইকেট পড়ে। রান আউটে কাটা পড়েন ম্যাথুস। ক্যাপ্টেন শান্তর সরাসরি থ্রোয়ে মাত্র ৫ রানে বিদায় ঘণ্টা বাজে তার। দলের স্কোরবোর্ডে ১০ রান যোগ হতেই ফের বিপদে পড়ে লঙ্কানরা। এবার অ্যাটাকে আসেন শরিফুল। থিতু হওয়ার আগেই চান্দিমালকে ফেরান। ১৩ বলে ৯ রান করতে পেরেছিলেন তিনি।

দ্বিতীয় সেশন শুধুই শ্রীলঙ্কার। তার চেয়ে বরং ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসের। দুইজনই শতরানের দেখা পান। স্রেফ ঘুরে দাঁড়ানোর তাগাদা ছিল দুজনের। ঘুরে তো দাঁড়ালেন এবং সেটা সিনা টান করেই। দল যখন ধ্বংসাস্তুপের কিনারায়, বাইশগজে পা রাখেন ধনাঞ্জয়া ডি সিলভা। সঙ্গী পান কামিন্দু মেন্ডিসকে। দুজন হেঁটেছেন, ছুটেছেন, দৌড়েছেন— দলের যখন যা প্রয়োজন রান তুলেছেন। প্রথমে দলীয় ফিফটি। ব্যক্তিগত অর্জন। সেটাতে টেনে বড় করছেন। কাটিয়েছেন শঙ্কা।

দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির তুলেন কামিন্দু। ১১ বাউন্ডারি এবং ৩ ছক্কায় ক্যারিয়ারের প্রথম শতক অর্জন করলেন তিনি। তবে পরের বলেই লিটন দাসের হাতে কট হয়ে মাঠ ছাড়েন। নাহিদ রানার বাউন্স খোঁচা মেরে বিপদ বাড়ান কামিন্দু। আর এটি নাহিদের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট। ফেরার আগে ১১ চার ও ২ ছক্কায় ১২৭ বলে ১০২ রান করেন বাঁহাতি ব্যাটার।

মেন্ডিসের ফেরার পর সেঞ্চুরি আদায় করেন ডি সিলভা। ১২ চার এবং ১ ছক্কা ছিল তার ইনিংসে। তিনিও থিতু হতে পারেননি। রানার বলে কট আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। শেষ পর্যন্ত ২৮০ রানে থামে লঙ্কানদের ইনিংস।

জবাবে দেশে শুনে পথ চলতে ব্যর্থ হওয়া বাংলাদেশের ব্যাটাররা। ৩১ রানে হারিয়ে ফেলে টপ অর্ডারের তিনজনকে। বিশ্ব ফানার্ন্দোর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে জাকির হাসান ফিরেছেন ৯ রানে, শান্ত ৫ রানে। মুমিনুল হক বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ব্যর্থ হলেন। থামলেন ৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৬৮ ওভারে ২৮০/১০ (নিশান ২, দিমুথ ১৭, কুশল ১৬, ম্যাথুস ৫, চান্দিমাল ৯, ধনঞ্জয় ১০২, কামিন্দু ১০২, প্রভাত ১, রাজিথা ৬*, ফার্নান্দো ৯, কুমারা ০; শরিফুল ১৪-০-৫৯-১, খালেদ ১৭-২-৭২-৩, নাহিদ ১৪-২-৮৭-৩, তাইজুল ১৩-৬-৩১-১, মিরাজ ১০-১-২৫-০)

বাংলাদেশ প্রথম ইনিংস:১০ ওভারে ৩২/৩ (মাহমুদুল হাসান জয় ৯*, জাকির হাসান ৯, নাজমুল হোসেন ৫, মুমিনুল হক ৫, তাইজুল ইসলাম ০*; বিশ্ব ফার্নান্দো ২/৯, কুসান রাজিথা ১/২০)

আপনার মন্তব্য

আলোচিত