সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:০৬

বাংলাদেশের মাবিয়া'র স্বর্ণ জয়

ভারতের গৌহাটি ও শিলং এ ১২তম সাউথ এশিয়ান (এসএ গেমস) ২০১৬ টুর্নামেন্টে প্রথম স্বর্ণ জিতেছে বাংলাদেশ। মাবিয়া আক্তারের হাত ধরে আসলো লাল-সবুজদের প্রথম স্বর্ণ। 

গেমসে ২৩টি ডিসিপ্লিনের মধ্যে অন্যতম একটি হলও ভারোত্তোলন।

নারীদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে মোট ১৪৯ কেজি তুলে স্বর্ণ জেতেন মাবিয়া। ম্যাক্সিমাম ৮২ জার্কে এই পদক জেতেন তিনি। এই ইভেন্টে রুপা পান লঙ্কান আয়েশা ধর্মসেনা আর ব্রোঞ্জ পান নেপালের জুন মায়া।

এর আগে টুর্নামেন্টে বাংলাদেশকে দ্বিতীয় রুপা এনে দিয়েছেন ফুলপতি চাকমা।

এসএ গেমসের চলমান আসরে এর আগে রিনা আক্তার বাংলাদেশকে প্রথম রুপা পাইয়ে দেন। কুস্তি থেকে আসে প্রথম রুপার পদক।

গৌহাটির ভোজেশ্বরী ফুগনোনি ইনডোর স্টেডিয়ামে ৫৮ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশকে রুপা এনে দেন ১৪৪ কেজি তোলা ফুলপতি।

এই ইভেন্টে সোনা জিতেছেন ভারতের স্বরশ্বতি রাউত, ব্রোঞ্জ জিতেছে শ্রীলঙ্কা।

আপনার মন্তব্য

আলোচিত