সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:১০

এসএ গেমস: দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন মাহফুজা

১২তম এসএ গেমসে বাংলাদেশের পক্ষে দিনের দ্বিতীয় স্বর্ণ এনে দিয়েছেন মাহফুজা খাতুন। একশ’ মিটার ব্রেস্ট স্ট্রেকো তিনি এ স্বর্ণ অর্জন করেন।

১০ দছর ধরে বাংলাদেশের এসএ গেমসের সাঁতার ইভেন্টের খরা দূর হলো মাহফুজার হাত ধরে।

গৌহাটির ড: জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে ১ মিনিট ১৭.৮৬ সেকেন্ড সময় নেন মাহফুজা।

এই ইভেন্টে ১ মিনিট ১৮.৫৮ সেকেন্ড সময় নিয়ে পাকিস্তানের লিয়ানা সোয়ান রুপা জেতেন। ১ মিনিট ১৮.৭৭ সেকেন্ড সময় নিয়ে ভারতের অরোরা ব্রোঞ্জ জেতেন।

এদিকে, ছেলেদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে ১৭:১১.৯৫ সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের  মাহফিজুর রহমান। এ ইভেন্টে ১৫:৫৫.৩৪ সময় নিয়ে ভারতের স্বজন প্রকাশ স্বর্ণ এবং একই দেশের সাংভেকার রুপা জেতেন।

মেয়েদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রেকো ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের রোমানা আখতার। স্বর্ণ পেয়েছে পাকিস্তান আর রুপা জিতেছে শ্রীলঙ্কা। ব্রেস্ট স্ট্রেকো ছেলেদের ইভেন্টে ২০০ মিটারেও ব্রোঞ্জ বাংলাদেশের মোহাম্মদ শরিফুল ইসলামের।

উল্লেখ্য, দিনের প্রথম স্বর্ণ এনে দেন ভারোত্তলক মাবিয়া আক্তার। নারীদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে মোট ১৪৯ কেজি তুলে স্বর্ণ জেতেন মাবিয়া। ম্যাক্সিমাম ৮২ জার্কে এই পদক জেতেন তিনি। এই ইভেন্টে রুপা পান লঙ্কান আয়েশা ধর্মসেনা আর ব্রোঞ্জ পান নেপালের জুন মায়া।

আপনার মন্তব্য

আলোচিত