ক্রীড়া প্রতিবেদক

১৭ মার্চ, ২০১৬ ২৩:২৯

দিলশানের ব্যাটে আফগানদের হারাল শ্রীলঙ্কা

না আফগানরা কোন চমক দেখাতে পারেনি, অনেকদিন পর স্বরূপে দেখা দেয়া তিলকরত্নে দিলশানও ছিল অনন্য। খারাপ সময় পার করা শ্রীলঙ্কাকে তাই আর  কোন বেগ পেতে হয়নি জয় পেতে। বিশ্ব টি-টোয়েন্টির সুপার টেন পর্বের এ-গ্রুপের ম্যাচে বল হাতে রেখেই আফগানিস্তানকে ৬ উইকেট হারিয়ে শুভ সূচনা করল বর্তমান চ্যাম্পিয়নরা।  

১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দিলশান ও চান্দিমাল। চান্দিমাল ফিরলেও দিলশান একপ্রান্ত ধরে রেখে উইনিং শট খেলে মাঠ ছাড়েন।  ৫৬ বলে খেলা তাঁর ৮৩ রানের ইনিংসই এই ম্যাচের প্রধান হাইলাইটস হয়ে থাকল।   

টস জিতে কোলকাতার ইডেন গার্ডেন্সের নখদন্তহীন পিচে প্রথমে ব্যাটিং নিতে কোন ভুল করেননি আফগানিস্তানের অধিনায়ক আজগর স্টেনিকজাই। তবে পিচে সুবিধা পুরোটা  নিতে পারেনি তারা। অধিনায়কের ৬২ রানের উপর ভর করে তাই ৭ উইকেতে ১৫৩ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছিল তারা। তাও এত রান হয় না, যদিনা নুয়ান কুলাসেকারা তাঁর ছায়া হয়ে বল করতেন। পেরেরা ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন। তবে বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ ৪ ওভার বল করে মাত্র ২৪ রানে  ২ উইকেট নিয়ে মূল ভুমিকা রাখেন।


আপনার মন্তব্য

আলোচিত