স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ, ২০১৬ ১৫:১০

ঘাম ঝরাচ্ছেন মুস্তাফিজ, ফিরছেন অসিদের বিপক্ষেই

পাকিস্তানের বিপক্ষে সুপার টেনের প্রথম ম্যাচেই ফেরার কথা ছিল তাঁর। তবে শেষ মুহূর্তে টিম ম্যানেজম্যান্ট ঝুঁকি না নেয়ায় সমর্থকদের অপেক্ষা বেড়ে যায়। তবে অপেক্ষার অবসান যে ২১ তারিখেই হচ্ছে এটা এখন অনেকটাই নিশ্চিত।

বেঙ্গালুরু পৌঁছে শুক্রবার দলের বাধ্যতামূলক কোন অনুশীলন সেশন ছিল না তবে মুস্তাফিজ ঠিকই অনুশীলনে ব্যস্ত ছিলেন। তাকে নিয়ে সকালেই বের হয়ে যান বোলিং কোচ হিথ স্ট্রিক। একাই বোলিং অনুশীলন করিয়ে এনেছেন কাটার মাস্টারকে। সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ রিচার্ড হেসেল। এই চিত্রই বলে দেয় খেলার জন্য পুরোপুরি তৈরি হবার পথে বাংলাদেশের এই সেরা আবিষ্কার।


এর আগে আশা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান মুস্তাফিজের ফেরার সম্ভাবনা জানিয়ে বলেন, ‘আগামী ম্যাচেই মুস্তাফিজকে পাওয়া যাবে।’

অধিনায়ক মাশরাফিও জানিয়েছেন, "আগের ম্যাচেই খেলার খুব কাছাকাছি ছিল সে, পরবর্তী ম্যাচেই তাকে দেখা যেতে পারে"।

বৃহস্পতিবার কলকাতা থেকে ব্যাঙ্গালুর উড়ে গেছে বাংলাদেশ দল। সেখানে ২১ মার্চ অস্ট্রেলিয়ার সঙ্গে এবং ২৩ মার্চ ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। এরপর আবার কলকাতায় ফিরে সুপার টেনে বাংলাদেশের শেষ খেলা ২৬ মার্চ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত