স্পোর্টস ডেস্ক

০৫ মে, ২০১৬ ২৩:২৫

কোচ খুঁজে পাচ্ছে না পাকিস্তান

বিদেশি কোচের খুঁজে পাকিস্তান। ইংলিশ এক কোচ পাকিস্তানের কোচ হতে অস্বীকৃতি জানানোর পর এবার  অস্ট্রেলিয়ান ও সাবেক বাংলাদেশী কোচও 'না' বলে দিলেন পাকিস্তানকে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

যদিও বাংলাদেশের কোচ অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ল পাকিস্তানের কোচ হতে আবেদন জানিয়েছিলেন, কিন্তু এবার তিনি পাকিস্তানের কোচ হতে অস্বীকৃতি জানিয়েছেন।

এর আগে সাবেক ইংলিশ কোচ পিটার মুরসও না বলেছিলেন পিসিবিকে।

শাহরিয়ার খান বলেন, ‘কোচ নয় দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেতে চান স্টুয়ার্ট ল।’ তবে পিসিবি ল’য়ের বিকল্পও ভেবে রেখেছে বলে জানান শাহরিয়ার।

তিনি বলেন, ‘আমাদের হাতে বিকল্প আরো কয়েকজন রয়েছেন।‘ সাবেক কিউই কোচ কোচ অ্যান্ডি মোলস এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্সও পিসিবির চিন্তাভাবনায় আছে বলে জানান পিসিবি চেয়ারম্যান।

কিছুদিন আগেই বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জুনিয়র টাইগারদের টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ল।

২০১১ সালের জুনে বাংলাদেশ ক্রিকেট দলের দলের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন স্টুয়ার্ট ল। তার অধীনে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে উঠেছিল টাইগাররা।

আপনার মন্তব্য

আলোচিত