স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০১৬ ২২:৫৬

বিপিএলের চতুর্থ আসর ৬ নভেম্বর থেকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হবে চলতি বছরের ৬ নভেম্বর থেকে।

বিসিবির কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান

তবে দলসংখ্যা ৬টি থেকে আরও বাড়বে কি না সে বিষয়ে কিছুই বলেননি পাপন। ঢাকা এবং চট্টগ্রামের পাশাপাশি আর কোন ভেন্যু বাড়ানো হবে কি না সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

২০১২ সালে প্রথম ফ্রাঞ্চাইজ ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল আয়োজন করে বাংলাদেশ। ২০১২ এবং ২০১৩ সালে পরপর দুবার বিপিএল আয়োজিত হলেও নানা সমস্যার কারণে ২০১৪ সালে আর মাঠে গড়ায়নি এই টুর্নামেন্ট। ২০১৫ সালের নভেম্বরে আয়োজিত হয় বিপিএলের তৃতীয় আসর।

প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটরস চ্যাম্পিয়ন হলেও ফিক্সিংয়ের অভিযোগে তাদের ফ্রাঞ্চাইজি বাতিল করে বিসিবি। ঢাকার নতুন ফ্রাঞ্চাইজকে নিয়ে ২০১৫ সালে ৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিপিএল। শেষ আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আপনার মন্তব্য

আলোচিত