স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০১৬ ০৯:০৮

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির অনন্য রেকর্ড [ভিডিও]

দেশের হয়ে এর আগে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন, ফ্রি কিক থেকে অসাধারণ গোলে সেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লেনও তিনিই।

কোপা আমেরিকার শততম আসরের প্রথম সেমিফাইনালে মেসির নেতৃত্বে ৪-০ গোলের অসাধারণ জয় পেলো আর্জেন্টিনা। আর ম্যাচে জোড়া গোল করে জয়ের বড় কৃতিত্ব হিগুয়েইনের।

খেলা শুরুর ২ মিনিট ৫৫ সেকেন্ডই স্বাগতিক যুক্তরাষ্ট্রের জালে গোল করে চমকে দেন লাভেজ্জি। এরপর আর পেছনে তাকাতে হয়নি।

মেসির রেকর্ড গড়া গোলে ২-০ গোলে এগিয়ে কোপা আমেরিকা আসরের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

৩১ মিনিটে  ফ্রি কিক থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। অসাধারণ এই গোলটির মাধ্যমে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন মেসি।

এর আগে এই আসরের গত ম্যাচে ভেনেজেুয়েলার বিপক্ষে বাতিস্তুতার রেকর্ডে ভাগ বসান তিনি।

জাদুকরী এই গোলটি দেশের হয়ে মেসির ৫৫তম আন্তর্জাতিক গোল। ১১২ ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন মেসি। বাতিস্তুতা ৫৪ গোল করেছিলেন ৭৮ ম্যাচ খেলে।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ থাকে মেসিদের কাছেই। খেলার ৫০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন গঞ্জালো হিগুয়েইন। প্রথমার্ধের বিরতির পরপরই মেসির পাসে বল প্রতিপক্ষের জালে পাঠান হিগুয়েইন।

খেলার ৮৫ মিনিটে মেসির পাস থেকে দলের চতুর্থ গোলটিও করেন হিগুয়েইন। এ নিয়ে এই আসরে হিগুয়েইন করলেন চার গোল।

বৃহস্পতিবার (২৩ জুন) একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে চিলি।

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে ফাইনালে ১৪ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চিলি ও কলম্বিয়ার মধ্যে বিজয়ী দল।

ভিডিও : মেসির রেকর্ড গোলটি দেখুন

আপনার মন্তব্য

আলোচিত