স্পোর্টস ডেস্ক

২৩ জুন, ২০১৬ ০২:৩৭

রোনালদোর জাদুতে শেষ ষোলোয় পর্তুগাল

রিয়াল মাদ্রিদের সুপারস্টার। অথচ জাতীয় দলের হয়ে ম্লান। ইউরো ফুটবলে গ্রুপ পর্বে টানা দুই ড্রয়ের পর রোনালদোকে নিয়ে সমালোচনার ঝড় বইছিল। শেষ অবধি শেষ ষোলোয় উঠতে পেরেছে পর্তুগাল। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাঙ্গেরির সঙ্গে রোমাঞ্চকর ৩-৩ গোলের ড্রয়ে নক আউট পর্বের খেলা নিশ্চিত করেছে পর্তুগিজ শিবির। সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসাবেই রোনালদো শিবির পৌছালো পরবর্তী রাউন্ডে। শেষ ষোলোয় পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

রুদ্ধশ্বাস ড্রয়ের ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। তার চেয়ে বড় কথা মাঠে নেমেই ইউরো ফুটবলে নতুন রেকর্ড গড়েছেন সিআরসেভেন। আর সেটা হলো ইউরো ফুটবলে সবচেয়ে বেশী ম্যাচ খেলা ফুটবলার হলেন এখন তিনি। তার ম্যাচ খেলার সংখ্যা ১৭টি। ১৬ ম্যাচ খেলা ফ্রান্সের লিলিয়াম থুরাম ও নেদারল্যান্ডের গোলরক্ষক ভ্যান ডার সার নেমে গেলেন দ্বিতীয় স্থানে।

টানা দুই ড্রয়ের ফলে এই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল রোনালদো শিবির। তবে জয় না পেলেও সান্তনার জয়ে নক আউট পর্বের স্বপ্ন পূরুণ হয়েছে। শুরুটা ছিল হাঙ্গেরির। ১৯ মিনিটে গেরার গোলে লিড নেয় তারা। ৪২ মিনিটে নানির গোলে ম্যাচে সমতা আনে পর্তুগাল।

দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে সুডসাকের গোলে আবারো লিড নেয় হাঙ্গেরি। তবে ৫০ মিনিটেই দলকে সমতায় ফেরান রোনালদো (২-২)। এর মিনিট তিনেক পর আবারো লিড নেয় হাঙ্গেরি। ৫৫ মিনিটে সুডসাকের দ্বিতীয় গোলে ব্যবধান দাঁড়ায় ৩-২। সাত মিনিট পর আবারো রোনালদো চমক। তার গোলে আবারও ব্যবধান ৩-৩। ১৫ মিনিটে চার গোলে রোমাঞ্চ দেখে দর্শকরা। শেষ অবধি ড্র হয় ম্যাচটি।

ড্র হলেও এফ গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে নক আউট পর্বে নাম লিখিয়েছে হাঙ্গেরি। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট তাদের। অন্যদিকে ইনজুরি টাইমে গোল করে অস্ট্রিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে এফ গ্রুপ রানার্স হিসাবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আইসল্যান্ড। তাদেরও পয়েন্ট পাঁচ। তৃতীয় স্থানে থাকা পর্তুগালের পয়েন্ট তিন ম্যাচে তিন।

আপনার মন্তব্য

আলোচিত