স্পোর্টস ডেস্ক

২৩ জুন, ২০১৬ ১০:৩৩

ফাইনালে আর্জেন্টিনার সামনে আবারো চিলি

গত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর কোপা আমেরিকার আসরেও ফাইনালে ধরাশায়ী হয় মেসির আর্জেন্টিনা। সেবার চিলির কাছে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয় তাদের।

এবার গ্রুপপর্বের প্রথম ম্যাচে চিলির বাধা টপকালেও ফাইনালে আবার মেসিবাাহনিীর প্রতিপক্ষ চিলি। বৃহস্পতিবারের সেমিফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ফলে কোপা আমেরিকার শতবর্ষী আয়োজনের ফাইনালে এবারও শিরোপার লড়াইয়ে অার্জেন্টনা-চিলি।

গ্রুপ পর্বে হার দিয়ে শুরু করলেও দারুনভাবে ঘুরে দাঁড়ানো চিলি খেলার প্রথমার্ধেই গোল দুটি আদায় করে নেয়।

খেলার ৭ মিনিটে লেভাকুসেনের মিডফিল্ডার চার্রস মারিনো দলকে এগিয়ে দেন। চার মিনিট বাদেই হোসে পেদ্রো ব্যবধান ২-০ করে ফেলেন।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে বিরতিতে যায় চিলি। এরপর নামে বৃষ্টি। দীর্ঘ সময় পরে খেলা শুরু হলে ৫৭ মিনিটে কার্লোস আলবার্টো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে কলম্বিয়া পরিণত হয় ১০ জনের দলে।

এই ধাক্কা তার আর কাটিয়ে উঠতে পারেনি। চিলিও বাকি সময়ে কোনো গোল করতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়েই তারা ফাইনালে উঠে, যেখানে প্রথম সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে আগেই রয়েছে আর্জেন্টিনা।

আপনার মন্তব্য

আলোচিত