স্পোর্টস ডেস্ক

২৩ জুন, ২০১৬ ১২:০৮

‘এটি ছিলো একটি পাগলা ম্যাচ’

রোমাঞ্চকর এক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে দুবার পিছিয়ে থেকেও  খাদের কিনার থেকে পর্তুগাল কে দুই দুইবার উদ্ধার করে দেশকে শেষ ষোলতে তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইউরো ফুটবলের আসরে টানা চারবার অংশ নিয়ে চারবারই গোল করে রোনালদো গড়লেন নতুন এক রেকর্ডও। রুদ্ধশ্বাস ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিআর সেভেন বলেন, ‘এটি ছিলো একটি পাগলা ম্যাচ। তিন তিনবার আমরা ইউরো থেকে বিদায় নিচ্ছিলাম। কিন্তু তিনবারই আমরা ফিরে এসেছি। এটিই আমাদের টিম এফোর্ট।’

“আমরা হারতে চাইনি এবং শেষ পর্যন্ত শেষ ষোলোতে জায়গা করে নিয়েছি, আমার বিশ্বাস আগামী ম্যাচে নিশ্চিত আমরা জিতবো।”

টানা চার ইউরোতে গোল করে অনন্য রেকর্ড গড়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, ‘এটি স্রেফ আরেকটা রেকর্ড এবং আমি সব সময়ের মতো এখনও বলছি এটি স্বাভাবিকভাবেই এসেছে। আমি কখনই বলছি না যে আমি এতে খুশি নই। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভালো লাগছে পর্তুগালকে ইউরোতে টিকে থাকতে দেখতে।’

“আশাকরি আমরা আরও দূর যাবো। ক্রোয়েশিয়ার সঙ্গে চ্যালেঞ্জটা জমবে বলেই মনে করছি। তবে যেহেতু নকআউট তাই কেউই চাইবে না বিদায় নিতে।”

 

আপনার মন্তব্য

আলোচিত