সিলেটটুডে ডেস্ক

২৩ জুন, ২০১৬ ১৬:৩৭

ইউরোর শেষ ষোলোয় কখন কার খেলা

ইউরো-২০১৬ এর গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে নকআউট পর্বের ১৬টি দল।

আগামী ২৫ জুন থেকে শুরু হবে এই পর্বের লড়াই। এখন জানার বিষয়, ইউরোর শেষ ষোলোয় কে কার প্রতিপক্ষ?

ফ্রান্সে চলমান আসরটিতে চমকের নাম আইসল্যান্ড ও গ্যারেথ বেলের ওয়েলস! প্রথমবারের মতো ইউরোতে অংশ নিয়েই শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছে তারা। আসরের শুরু থেকেই ধুঁকতে থাকা সুইডেন বিদায় নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা সুইডিশ তারকা জালাতন ইব্রাহিমোভিচের হতাশার রাতে গ্রুপ পর্যায়ের সেরা চারটি তৃতীয় স্থানের দলের একটি হয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড।

এ ছাড়াও গ্রুপ পর্যায়ের সেরা তৃতীয় স্থানের দল হিসেবে শেষ ষোলোর টিকিট পেয়েছে স্লোভাকিয়া, উত্তর আয়ারল্যান্ড ও পর্তুগাল।

তারিখ

সময়

প্রতিপক্ষ দলগুলো

২৫ জুন

সন্ধ্যা ৭টা

সুইজারল্যান্ড-পোল্যান্ড

২৫ জুন

রাত ১০টা

ওয়েলস-উত্তর আয়ারল্যান্ড

২৫ জুন

রাত ১টা

ক্রোয়েশিয়া-পর্তুগাল

২৬ জুন

সন্ধ্যা ৭টা

ফ্রান্স-রিপাবলিক অব আয়ারল্যান্ড

২৬ জুন

রাত ১০টা

জার্মানি-স্লোভাকিয়া

২৬ জুন

রাত ১টা

হাঙ্গেরি-বেলজিয়াম

২৭ জুন

রাত ১০টা

ইতালি-স্পেন

২৭ জুন

রাত ১টা

ইংল্যান্ড-আইসল্যান্ড

আপনার মন্তব্য

আলোচিত