স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০১৬ ০০:৩১

প্রস্রাবের অপরাধে লালকার্ড!

ফাইল ছবি

খেলার মাঝে মাঠের বাইরে যাবার আর্জি নিয়ে বারবার রেফারির কাছে ছুটে আসছিলেন অ্যাডাম লিনডিন। বারবারই রেফারি তাকে ফিরিয়ে দিচ্ছিলেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে মাঠের বাইরে চলে গিয়ে জরুরি কাজটা সেরে আসেন তিনি। সে যাত্রায় হলুদ কার্ড দেখতে হয় অ্যাডামকে।

কিছুক্ষন পর আবার একই কারণে রেফারির শরণাপন্ন হন তিনি। এবারো তাকে ফিরিয়ে দেন রেফারি। উপায় না দেখে আবার মাঠের বাইরে এসে প্রস্রাব করেন অ্যাডাম।

ব্যাপারটি ভালো চোখে দেখেননি রেফারি। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে বাইরে বের করে দেন অ্যাডামকে। বিস্মিত ফুটবলার তার দোষ জানতে চাইলে রেফারি জানান, প্রকাশ্যে প্রস্রাব করে তিনি গর্হিত অপরাধ ও শৃঙ্খলাভঙ্গ করেছেন।

এতে চরম হতাশ হন  অ্যাডাম। কারণ তার পেট খারাপ ছিল। এই কারণে বারবারই প্রস্রাবের চাপ আসছিল তার। ‘আমি রেফারিকে বারবারই অনুরোধ করছিলাম। কারণ আমি পেটের সমস্যায় ভুগছিলাম। কোনোদিন এমন হয়নি আমার'- বলেন ২৫ বছর বয়সী অ্যাডাম।

ঘটনাটি ঘটেছে সুইডেন প্রিমিয়ার লীগ চলাকালে। জার্না এসকে বনাম পেরসাগেন এসকের মধ্যকার ওই ম্যাচে জার্নার লেফট ব্যাক অ্যাডাম লিনডিনকে পরপর দু’বার হলুদ কার্ড দেখান রেফারি।

রেফারি জানান, মাঠের পরিবেশ নষ্ট করার জন্য তিনি বাধ্য হয়ে দুবার হলুদ কার্ড দেখিয়েছেন অ্যাডামকে।

সূত্রঃ গার্ডিয়ান ও ইয়াহু।

আপনার মন্তব্য

আলোচিত