স্পোর্টস ডেস্ক

৩০ জুন, ২০১৬ ১৮:২২

তামিমের লক্ষ্য ১০ হাজার

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। সবচেয়ে বেশি রান তাঁর।

তবে তামিমের লক্ষ্য আরো বড়। টেস্ট আর ওয়ানডেতে ১০ হাজার রান করতে চান বাংলাদেশের এই ওপেনার।

তামিমের বয়স এখন ২৭। ২০০৭ সালে ওয়ানডে এবং ২০০৮ সালে টেস্টে অভিষেক হয় তাঁর। সেই থেকে জাতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের একজন। তিন ফরম্যাটেই পূর্বসূরী ব্যাটসম্যানদের রেকর্ড ভেঙে শীর্ষে এখন তামিম। ৪২ টেস্টে ৩৯.৪৬ গড়ে ৩১১৮ রান। সেঞ্চুরি ৭টি, ডাবল সেঞ্চুরি ১টি। ১৫৩ ওয়ানডেতে তাঁর রান ৪৭১৩, গড় ৩১.৬৩। সেঞ্চুরি ৬টি। ৫২ টি-টোয়েন্টিতে ২৪.৫৫ গড়ে রান ১১৫৪। দেশের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টির একমাত্র সেঞ্চুরিটিও তামিমের। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি।

এখন তামিমের ক্যারিয়ারের চূড়ান্ত পরিকল্পনা ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা।

ইএসপিএনক্রিকইনফোর সাথে সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, "আমি আরো ছয় বছর খেলতে চাই। দুই ফরম্যাটেই (টেস্ট ও ওয়ানডে) দশ হাজার রান করতে চাই। টেস্টে একটু অসম্ভব লাগে তা। কিন্তু আরো ১৫০ ওয়ানডে খেললে তা সম্ভব।"

 

আপনার মন্তব্য

আলোচিত