স্পোর্টস ডেস্ক

৩০ জুন, ২০১৬ ২১:০৮

ইংল্যান্ড সিরিজের প্রাথমিক দলে চমক

ইংল্যান্ড সিরিজের জন্য অনেক আগেবাগেই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ৩০ সদস্যের দলে ২৭ জনই অনুমিত। তবে চমক হয়ে এসেছে তিন জনের নাম। তবে তারা কেউ নবীন নন, প্রত্যকেই আগে খেলেছেন জাতীয় দলে। সর্বশেষ কবে লাল সবুজ জার্সি পরেছেন তা হয়ত নিজেরাই ভুলে গেছেন। রকিবুল হাসান, শাহরিয়ার নাফিস ও সোহরাওয়ার্দি শুভকে দলে ডেকে যেন চমকেই দিল বিসিবি।

ভালো খেলে যাওয়ার পুরস্কার পেয়েছেন এই তিনজন।

বৃহস্পতিবার ঘোষিত প্রাথমিক দলে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ থাকা দুই বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদ। দুই জনই বোলিং অ্যাকশন সংশোধন করে ফেরার প্রক্রিয়ায় আছেন। তবে আরাফাতের বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগেও।

ডাক পাওয়া খেলোয়াড়দের আগামী ২০ জুলাই সকাল সোয়া ৮টায় মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৭ অক্টোবর মিরপুরে হবে প্রথম ওয়ানডে।

বাংলাদেশ প্রাথমিক দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত