সিলেটুডে স্পোর্টস ডেস্ক

২০ মার্চ, ২০১৫ ১৩:২৫

অসীদের তোপের মুখে ২১৩ রানেই অলআউট পাকিস্তান

টস জিতে এডেইলেডের ব্যাটিং পিচে ব্যাট করতে নেমেও অস্ট্রেলিয়ান দুর্দান্ত বোলিং এটাকের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান । অলআউট হবার আগে ৪ বারের চ্যাম্পিয়নদের দিতে পেরেছে ২১৪ রানের মামুলি টার্গেট । ২৪ রানেই শেহজাদ ও সরফরাজকে ফিরিয়ে দেন হ্যাজেলহুড ও স্টার্ক । এরপর হারিশ সোহেল ও মিসবাহ উল হক কিছু প্রতিরোধ করলেও মাইকেল ক্লার্কের বিচক্ষন ক্যাপ্টেন্সিতে কখনই ভালো অবস্থানে যেতে পারেনি পাকিস্তান । হারিশ ৪১ ও মিসবাহ ৩৪ রান করে আউট হন ।

অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজেলহুড় ৩৪ রানে ৪ উইকেট নেন । এছাড়ায় স্টার্ক ও ম্যাক্সওয়েল ২টি করে উইকেট পান । অন্য দুটি উইকেট যায় জনসন ও ফকনারের দখলে 

আপনার মন্তব্য

আলোচিত