স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট, ২০১৬ ২১:০৯

অলিম্পিকের সেরা একাদশে আর্জেন্টিনার প্রাধান্য, নেই ব্রাজিলের কেউ

ইতিমধ্যেই এবারের অলিম্পিক থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে স্বস্তিতে নেই স্বাগতিক ব্রাজিলও। যদিও অলিম্পিক ফুটবলের কোয়ার্টারে পৌঁছে গেছে সেলেসাওরা। এরই মধ্যে অলিম্পিকের আসরে ফুটবলের সেরা একাদশ ঘোষণা করেছে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’।

পত্রিকাটির সেরা একাদশে আর্জেন্টাইন খেলোয়াড়দের প্রাধান্য দেখা গেছে। তবে নেই ব্রাজিলের কোনো ফুটবলার।

সেরা একাদশে রয়েছেন আর্জেন্টিনার মেসি-মাচেরানোসহ চারজন। এছাড়া লাক্সারি বেঞ্চে ডি মারিয়া-তেভেজ-আগুয়েরোসহ মোট সাতজন খেলোয়াড় জায়গা পেয়েছেন আর্জেন্টিনা থেকেই।

এই দলে নেই ব্রাজিলের কেউ। কারণটাও অনুমিত। একবারও যে অলিম্পকের স্বর্ণ জেতেনি সেলেকাওরা।

মার্কা ঘোষিত অলিম্পিকের সেরা একাদশের আক্রমণভাগে রয়েছেন ১৯৫২ সালে অলিম্পিকের হাঙ্গেরির সোনাজয়ী দলের সদস্য কিংবদন্তী পুসকাস ও ককসিস। এছাড়াও ২০০০ সালে সিডনি অলিম্পকে ক্যামেরুনের স্বর্ণজয়ী দলের স্ট্রাইকার স্যামুয়েল ইতো রয়েছেন রাইট উইঙ্গার হিসেবে।

মাঝমাঠে মেসির সাথে রয়েছেন সাবেক বার্সা খেলোয়াড় ও কোচ পেপ গার্দিওলা। মেসির দেশের আরেক কিংবদন্তী রিকুয়েলমেও রয়েছেন মার্কা ঘোষিত সেরা একাদশে।

এছাড়া ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকের নাইজেরিয়ার দলের মিডফিল্ডার ওকোচাকেও দলে রেখেছে সংবাদমাধ্যটি। রক্ষণভাগে রয়েছেন হাভিয়েরন মাচেরানো ও আয়ালা। ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকে ইতালির হয়ে সোনাজয়ী পেত্রো রাভাও রয়েছেন এই দলে।

গোলরক্ষকের ভূমিকায় আছেন ১৯৬৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে স্বর্ণপদক এনে দেয়া লেভ ইয়াসিন।

মার্কার সর্বকালের সেরা একাদশঃ  লেভ ইয়াসিন, হাভিয়ের মাসচেরানো, রবার্তো আয়ালা, পেত্রো রাভা, লিওনেল মেসি, হুয়ান রিকোয়েলমে, পেপ গার্দিওলা, ওকোচা, পুসকাস, ককসিস ও স্যামুয়েল ইতো।

আপনার মন্তব্য

আলোচিত