সিলেটটুডে ডেস্ক

১৯ আগস্ট, ২০১৬ ১৩:২৪

হকি দিয়ে দুঃখ ঘুচলো আর্জেন্টিনার

দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে হকিতে সোনা জিতে নিয়েছে আর্জেন্টিনা।
 
ফাইনালে বেলজিয়ামকে ৪-২ গোলে হারায় তারা। আর এ জয়ের মধ্য দিয়ে ফুটবলের দুঃখটা মনে হয় ভুলতে পারবে আর্জেন্টাইনরা!
 
আর্জেন্টিনার মতো বেলজিয়ামের সামনেও ছিল অলিম্পিকে প্রথম সোনা জয়ের সুযোগ। তাই ফাইনাল ম্যাচের শুরুটাও হয়েছিল দারুণ।
 
৩ মিনিটে বেলজিয়ামকে এগিয়ে নেন ফরোয়ার্ড টঙ্গি। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান পেদ্রো ইবারা।
 
১৫ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান বাড়ান ইগনাসিও অরতিজ। আর ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৩-১ করে ফেলেন সেমিফাইনালে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করা পিল্লাত।
 
৪৫ মিনিটে গুচিয়ের বোকার্ডের দৃষ্টিনন্দন গোলে ব্যবধান কমায় বেলজিয়াম। ​ম্যাচের শেষ দিকে তারা কিছু সুযোগ পেলেও আর্জেন্টিনার জমাট রক্ষণে তা ব্যর্থ হয়েছে।

তবে ৬০ মিনিটে ফাঁকা পোস্টে অগাস্টিন মাজিইর গোলে সোনা জয়ের সব সংশয় দূর হয় আর্জেন্টিনার। আর এই জয়ের মধ্য দিয়ে হকিতে দিনবদলের ইঙ্গিত দিল আর্জেন্টিনা।

আপনার মন্তব্য

আলোচিত