সিলেটটুডে ডেস্ক

১৯ আগস্ট, ২০১৬ ২৩:২৩

সিলেটে অনূর্ধ্ব-১৬ দাবা খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

তৃণমূল পর্যায় হতে (অনূর্ধ্ব-১৬) প্রতিভাবান বালক-বালিকা দাবা খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মশালা ২০১৬ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার ( ১৯ আগস্ট) বিকেল ৫ টায় জেলা ক্রীড়া ভবনে অনুষ্ঠিত হয়। জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে, বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।

সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সচিব বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী ও এডভোকেট নিজাম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি বিমলেন্দু দে নান্টু, সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি বদরুদ্দোজা বদর, কর্মশালার প্রধান প্রশিক্ষক সাইফুল ইসলাম ও প্রশিক্ষক সনাতন জাহিদ, সাহেদ আহমদ, কামাল আহমদ, খায়রুল আমিন, প্রশিক্ষণার্থী ও অভিবাবকবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত