স্পোর্টস ডেস্ক

২১ আগস্ট, ২০১৬ ০৪:৪৫

ফুটবলে ব্রোঞ্জ পদক নাইজেরিয়ার

রিও অলিম্পিকে পুরুষদের ফুটবলে ব্রোঞ্জ পদক জিতেছে নাইজেরিয়া। স্থান নির্ধারণী ম্যাচে তারা হন্ডুরাসকে ৩-২ গোলে জয়লাভ করে।

১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে সোনাজয়ী নাইজেরিয়া ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে রুপা জিতেছিল। ফুটবলে এটি নাইজেরিয়ার তৃতীয় পদক।

৩৪ মিনিটে সাদিক উমরের দেওয়া গোলে খেলার প্রথমার্ধে নাইজেরিয়া এগিয়ে ছিল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে শুরু করে আরও দুই গোলে এগিয়ে যায় তারা। ৪৯ মিনিটে গোল করেন আমিনু উমর। এর ঠিক ১১ মিনিট পর সাদিক উমর নিজের দ্বিতীয় গোলে নাইজেরিয়াকে এনে দেন স্বস্তির এক লিড।

কিন্তু হন্ডুরাস নাইজেরিয়াকে স্বস্তি দেয়নি। শেষ আধ ঘণ্টা দারুণ চাপ সৃষ্টি করে তারা ব্যতিব্যস্ত রাখে নাইজেরিয়ার রক্ষণ। ৭১ মিনিটে গোল করে ব্যবধান কমান অ্যান্থনী লোজাঞ্জো। ৮৬ মিনিটে মার্সেলো পেরেইরার গোল নতুন করে হন্ডুরাস সমর্থকদের মনে আশার সঞ্চার করলেও শেষ পর্যন্ত চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

আপনার মন্তব্য

আলোচিত