ক্রীড়া প্রতিবেদক

১২ নভেম্বর, ২০১৬ ১৯:৪১

নিষ্প্রাণ ড্রয়ের পথে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট

প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৫৩৭ রানের জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে করল ৪৮৮ রান। ৪৯ রানের ছোট লীড নিয়ে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১১৪ রান করে চতুর্থ দিন শেষ করেছে। দুদলের দুই ইনিংসেই প্রায় ৪ দিন শেষ।

পঞ্চম ও শেষ দিনে অতি নাটকীয় কিছু না হলে ড্র হতে চলেছে রাজকুট টেস্ট। চতুর্থ দিনে অবশ্য দ্রুত উইকেট তোলে নিয়ে খেলায় প্রাণ এনেছিল ইংল্যান্ড তবে রবীচন্দ্র অশ্বিনের ৭০ রানের ইনিংসে ৫০০ ছুঁই ছুঁই সংগ্রহ পায় ভারত।

৪৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আরও সাবলিল দুই ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক ও হাসিব হামিদ। অভিষিক্ত তোলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম অর্ধশত। ভারতীয় বংশোদ্ভুত এই তরুণ কাকতালীয়ভাবে নিজের বাবার শহর রাজকুটেই প্রথম অর্ধশতক পেলেন।

১০ উইকেট হাতে রেখে ১৬৩ রানের লিড নিয়ে শেষ দিনের খেলা শুরু করবে ইংল্যান্ড। এই লিড বাড়িয়ে ভারতকে ফের গুটিয়ে দিয়ে ম্যাচ শেষ করা প্রায় অসম্ভবই বলা চলে।

আপনার মন্তব্য

আলোচিত