ক্রীড়া প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০১৬ ২৩:২৮

ক্রিস গেইলকেও ছাড়িয়ে গেলেন সাব্বির রহমান

ক্রিস গেইল মানেই হলো চার-ছক্কার ছড়াছড়ি। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রকৃত বিজ্ঞাপন ক্যারিবিয় গ্রেট ক্রিস গেইলকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সাব্বির রহমান। আর এটা বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ইতিহাসে।

বিপিএলের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি এতদিন ছিল ক্রিস গেইলের। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন তৎকালীন বরিশাল বার্নার্সের ওপেনার গেইল। গেইলকে পেছনে ফেলে এখন সেই রেকর্ডের মালিক বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমান।

রোববার (১৩ নভেম্বর) রাজশাহী কিংসের হয়ে মাত্র ৬১ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলার পথে বিপিএলের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নিয়েছেন সাব্বির। গেইলের তিন মৌসুম ধরে রাখা কীর্তিটি সাব্বির দখলে নিলেন বিপিএলের চতুর্থ আসরে এসে বরিশাল বুলসের বিপক্ষে ম্যাচে।

ম্যাচে ২৬ বল খেলে অর্ধশতক তুলে নেয়া সাব্বির শতক তুলে নেন আরও ২৭ বল খেলে। ইনিংসের ১৬তম ওভারে পেসার আল আমিন হোসেনের বলে ডেভিড মালানের তালুবন্দি হয়ে ফেরার সময় তাঁর নামের পাশে ঝলমল করছিলো চোখ ধাঁধানো এক শতক।

সাব্বিরের ঝড়ো ১২২ রানে ছিলো ৯টি চার ও ৯টি ছক্কার মার।

আপনার মন্তব্য

আলোচিত