স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৬ ১০:২৯

জিতেই চলেছে ব্রাজিল

২০১৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিতে টানা ষষ্ট জয় পেল ব্রাজিল। পেরুর মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লো পেলের উত্তরসূরিরা। এর আগে গত সপ্তাহে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

খেলার প্রথমার্ধে দু’দলের কেউই জালের দেখা পাননি। বিরতির পর ৫৮ মিনিটের মাথায় ব্রাজিলকে লিড এনে উঠতি তারকা গ্যাব্রিয়েল জেসুস। ২০ মিনিট পর জেসুসের পাস থেকেই স্কোরশিটে নাম লেখান মিডফিল্ডার রেনাতো অগাস্টো।

দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো সুসংহত হলো। ১২ ম্যাচ শেষে আট জয়, তিন ড্র ও এক হারে ব্রাজিলের সংগ্রহ ২৭।

দ্বাদশ রাউন্ড শেষে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ২৭। আগের ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে বাছাইপর্ব পার হওয়ার লড়াইয়ে টিকে রইল আর্জেন্টিনা। ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম স্থানে আছে এদগার্দো বাউসা-লিওনেল মেসির দল। ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে আর্জেন্টাইন কোচ হোসে পেকারমানের দল কলম্বিয়া।

নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানো একুয়েডর ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সান্তিয়াগোতে উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে চিলি। ২৩ পয়েন্ট নিয়ে ব্রাজিলের পেছনে থেকে দ্বিতীয় স্থানেই থাকল উরুগুয়ে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে।

নিজেদের মাঠে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বাছাই পর্বের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বলিভিয়া। এই হারে ১৫ পয়েন্ট পাওয়া প্যারাগুয়ের জন্য বাছাইপর্ব পার হওয়া আরও কঠিন হয়ে পড়ল। ১ পয়েন্ট কম নিয়ে অষ্টম স্থানে থাকা পেরুর জন্যও এখন বিশ্বকাপের টিকেট পাওয়াটা কঠিন। নবম স্থানে থাকা বলিভিয়ার পয়েন্ট ৭। ১০ দলের মধ্যে তলানিতে থাকা ভেনেজুয়েলার ৫।

আপনার মন্তব্য

আলোচিত