স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৬ ১৭:২৯

রোনালদোকে হারিয়ে গত এক দশকের সেরা মেসি

ব্যক্তিগত অ্যাওয়ার্ড অর্জনে সেরা প্রতিদ্বন্দ্বী রোনালদোকে বড় ব্যবধানে হারিয়ে গত ১০ বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি।

গত এক দশকের সেরা খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে একটি ভোটিং পোল চালু করেছিলো ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল ডট কম’। সেখানে মোট ভোটের প্রায় অর্ধেক পেয়ে মেসিই হয়েছেন সেরা।

সর্বমোট ২৭ হাজারের বেশি ভোট পড়েছে গোল ডট কমের ওই পোলে। যার ৪৯ শতাংশই (১২,৮০০) পড়েছে চারবারের বিশ্বসেরা ফুটবলার মেসির বাক্সে। আর ৩৯ শতাংশ ভোট (১০,২৩৪) নিয়ে দ্বিতীয় স্থানটি দখল করেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্দ্রেস ইনিয়েস্তা ও ইব্রাহিমোভিচ দু’জনই ৩ শতাংশ করে ভোট পান। স্প্যানিশ ফুটবল তারকা ইনিয়েস্তা পেয়েছেন ৮৫১ ভোট আর সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ পান ৬৯৩ ভোট।

সেরা দশের অন্য ছয়জন প্রতিদ্বন্দ্বীর প্রত্যেকেই ১ শতাংশ হারে ভোট পেয়েছেন। তারা হলেন- জাভি হার্নান্দেজকে (৩৪০), সার্জিও রামোস (৩৭৯), নেইমার (২২৮), আরিয়েন রোবেন (২১৬) ও থমাস মুলার (২১৪)।

আপনার মন্তব্য

আলোচিত